নবী (সাঃ) যেভাবে পবিত্রতা অর্জন করতেন
সংক্ষিপ্ত বর্ণনাঃ আভিধানিক অর্থে পবিত্রতা বলতে দৃশ্যাদৃশ্য ময়লা আবর্জনা থেকে পরিষ্কার ও পরিচ্ছন্ন হওয়াকে বুঝানো হয়। শরীয়তের পরিভাষায় পবিত্রতা বলতে যে কোন ভাবে দৃশ্যমান ময়লাবর্জনা সাফাই এবং মাটি বা পানি কর্তৃক বিধানগত অপবিত্রতা থেকে নিস্কৃতি পাওয়াকে বুঝানো হয়। মূলকথা, শরীয়তের পরিভাষায় পবিত্রতা বলতে সাধারণত নামায, কোরআন তিলাওয়াত ইত্যাদি ইবাদতকর্ম সম্পাদনে প্রতিবন্ধক অপবিত্রতা থেকে নিস্কৃতি পাওয়াকে বুঝানো হয়।
এই বইটিতে নবী (সাঃ) যে ভাবে পবিত্রতা অর্জন করতেন কুরআন ও সুন্নাহ থেকে তার দলীল সহ উপস্থাপন করা হয়েছে। আশাকরি বইটি আপনাদের উপকারে আসবে কারণ আমাদের সমাজের অধিকাংশ মানুষই কিভাবে পবিত্রতা অর্জন করতে হয় তা জানেনা। বইটি নিজে পড়ুন এবং অন্যদের সাথে শেয়ার করুন।